>ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত, আজ বসন্ত দিন

Posted on February 13, 2011

0


>

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজ থেকে শুরু হলো ভালবাসার মাস- বসন্ত। বছর ঘুরে প্রকৃতির নানা পরিবর্তন পেরিয়ে আবার এসেছে বসন্ত। বসন্তের আগমনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। মানুষের মনে জাগছে আনন্দ-জোয়ার আর প্রকৃতি ধারণ করছে রূপলাবণ্যে ভরা মনোহর পরিবেশ।
যুগ যুগ ধরে প্রেমপাগল মানব-মানবী ও তরুণ-তরুণী বসন্তকে নিয়ে স্বপ্ন দেখছে। ভিন্ন ভিন্ন অনুভূতি আর আয়োজনে এই দিনটিকে বরণ করছে এবং বসন্তের স্তুতি গেয়েছে প্রেমিক-প্রেমিকারা। প্রেমিকার মতোই বসন্ত আলোড়ন তোলে, ঢেউ খেলে, নোঙর জাগায় কবির হৃদয়ে। তাই কবি সেই স্বপি্নল আবেগের কথা তুলে ধরেন কবিতার ছন্দে। এমনি একদিন একজন কবির কবিতার পাতায় ফুটে উঠেছে_ ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত।
বসন্ত প্রকৃতির সৌন্দর্যের মাস। বসন্ত আগমন বার্তা পাওয়ার পর পরই প্রকৃতি তার অপার সৌন্দর্য নিয়ে মেলে তার রূপকে। বসন্তে দেখা মেলে প্রকৃতির বাহারি ফুলের 

[Read Full Story…..]