>তারার সংঘর্ষ

Posted on March 31, 2011

0


>

তারার সংঘর্ষ

 বিজ্ঞানীরা এত দিন মনে করতেন খুব কাছাকাছি ঘুরছে এমন তারার মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি। তাঁদের সেই ধারণা হয়তো এ বার সত্যি হতে চলেছে। পোল্যাণ্ডের ‘নিকোলাস কোপার্নিকাস অ্যাষ্ট্রোনমিকাল সেন্টার’-এর এক দল গবেষকের দাবি, তাঁরা দু’টি তারার মধ্যে সংঘর্ষ হতে দেখেছেন। ‘ভি১৩০৯ স্করপি’ নামে এই জোড়া তারা প্রথম আবিষ্কার হয় ২০০৮ সালে। সেই সময় স্বাভাবিকের থেকে অনেক বেশি উজ্জ্বল লেগেছিল এদের। কিন্তু এর প্রকৃত কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ হয়। এর পর গবেষকরা ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের অবসারভেটরির দূরবীক্ষণ যন্ত্রে ২০০২ থেকে ২০১০ পর্যন্ত তোলা প্রায় দু’হাজার ছবি পরীক্ষা করেন।

[Read Full Story…..]